দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন যেন পিছু ছাড়ছে না। সম্পর্ক নিয়ে তারা কখনোই খোলামেলা কিছু বলেননি, তবে সোশ্যাল মিডিয়া পোস্ট, একসঙ্গে ছুটি কাটানো কিংবা এক ফ্রেমে ধরা পড়া—সবই যেন ইঙ্গিত দিচ্ছে কিছু একটা চলছে!
সর্বশেষ, মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন বিজয় ও রাশমিকা। একই গাড়িতে করে বিমানবন্দর ছাড়তে দেখা গেছে তাদের। দুজনই পেছনের আসনে মুখে মাস্ক পরে ছিলেন, যেন নজর এড়িয়ে চলার চেষ্টা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ—কারণ এই দৃশ্যই প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।
গত এক বছর ধরেই অনুরাগীরা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে মিল খুঁজে পাচ্ছেন। কখনও একই ভ্যাকেশন লোকেশন, কখনও রাশমিকার বিজয়ের বাসার সামনে উপস্থিতি—সব মিলিয়ে শুধু বন্ধুত্ব নয়, এর পেছনে কিছু গভীর সম্পর্ক আছে বলেই ধরে নিচ্ছেন ভক্তরা।
কাজের দিক থেকেও দুজনই ব্যস্ত সময় পার করছেন। রাশমিকা মান্দানা বর্তমানে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ছবির শুটিংয়ে ব্যস্ত, যেটি ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে। ছবিতে আরও আছেন পরেশ রাওয়াল ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। পাশাপাশি তিনি নাগার্জুনা ও ধানুশের সঙ্গে ‘কুবেরা’ এবং বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ৩’-তে শ্রীভল্লী চরিত্রে ফিরছেন।
