রাজধানীর রমনা থানা এলাকা থেকে ৭৬০০ পিস ইয়াবাসহ সাজু হোসেন মন্ডল (৩৮) ও আমিনুল ইসলাম (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি বলেন, গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মতিঝিল এলাকা থেকে মোটরসাইকেলযোগে ইয়াবার একটি বড় চালান রমনা মডেল থানার কাকরাইল মোড় এলাকার দিকে আসছে। সেই সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল কাদিরের নেতৃত্বে কাকরাইল মোড়ে তমা টাওয়ারের সামনে একটি চেকপোস্ট বসানো হয়।পরে সেখানে একটি মোটরসাইকেলকে সিগন্যাল দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে ওই মোটরসাইকেলে থাকা চালক ও আরোহীকে আটক করে তারা। এরপর তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৮টি নীল প্যাকেট উদ্ধার করা হয়। সেই ৩৮টি প্যাকেট খুলে প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৭৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল ও কিছু টাকা জব্দ করা হয়। এই ৭৬০০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ২২ লাখ ৮০ হাজার টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার সাজু হোসেন মন্ডল ও আমিনুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তারা ইয়াবা ট্যাবলেট রাজধানীসহ বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত।
বার্তা সম্পাদক