ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ির ঘটনায় একটি মহল পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ছবির ক্যাপশন: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
ad728

খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতারের পরও একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, পাহাড়ে তুচ্ছ ঘটনাকে বড় আকারে রুপ দেবার চেষ্টা চলছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, জামিনে থাকা সন্ত্রাসীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে লুট হওয়া অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, আসামি গ্রেফতারে অভিযান চলবে।

এ কে এম শহিদুর রহমান বলেন, জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে বাহিনী নানা পদক্ষেপ হাতে নিয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিয়ে র‍্যাব সবোচ্চ সর্তক রয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স