ঢাকা | বঙ্গাব্দ

আফগানিস্তান সিরিজে ডাক পাওয়া সৌম্য এখনও সিলেটে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
ব্যাটসম্যান সৌম্য সরকার ছবির ক্যাপশন: ব্যাটসম্যান সৌম্য সরকার
ad728
এশিয়া কাপ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আগামী ২ অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। আসন্ন এ সিরিজের জন্য গত ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।চোটের কারণে এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। লিটনের জায়গায় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।ম্যাচ শুরু হতে দিন দুয়েক বাকি থাকলেও সৌম্য এখনও অবস্থান করছেন সিলেটে। ভিসা জটিলতার কারণে এই ওপেনার এখনো দুবাইয়ের বিমান ধরতে পারেননি। খোঁজ নিয়ে জানা গেছে, আজ-কালের মধ্যেই বিমান ধরবেন সৌম্য। সিলেটের মাটিতে আজও অনুশীলন করতে দেখা গেছে এই ওপেনারকে। 

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল-জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স