লেবাননের অভ্যন্তরীণ মন্ত্রী আহমাদ হাজ্জার গতকাল মঙ্গলবার (২ আগস্ট) ঘোষণা করেছেন, দেশটির মাদকবিরোধী ব্যুরো সম্প্রতি ১২৫ কেজি কোকেইন জব্দ করেছে।
মন্ত্রী জানান, কোকেইন চালানটি একটি জাহাজের মাধ্যমে লেবাননের ত্রিপোলি বন্দরে আনা হয়েছিল।
হাজ্জার বলেন, ‘মাদকগুলো ৮৪০ গ্যালনের তেলের সঙ্গে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল’। তিনি আরও জানান, এই তথ্য সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব নারকোটিক্স কন্ট্রোল থেকে লেবাননের মাদকবিরোধী ব্যুরোতে এসেছে।
হাজ্জার সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে মাদকপাচারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রশংসা করেছেন।
হাজ্জার আরও উল্লেখ করেছেন, ‘এটি প্রথমবার নয় যখন আমরা সৌদি আরব বা অন্যান্য সহযোগী দেশের মাদকবিরোধী বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করেছি।’
তিনি জানান, লেবাননের কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে ছয় জনকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করেছে, যারা লাতিন আমেরিকা থেকে এসেছিল এবং মাদক বহন করছিল।
বার্তা সম্পাদক