বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দেওয়ার প্রস্তাব দিয়ে একটি পক্ষ বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। যারা এখন পর্যন্ত দেশের কোনো নির্বাচনে একজন মেম্বারও হতে পারেনি, তারা গোটা নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের দাবি করছে। এটি কখনোই বাংলাদেশে সম্ভবপর হবে না।’
রোববার (৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘গত ১৬-১৭ বছরে আন্দোলন-সংগ্রামের পথে আমাদের বহু নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি মূল্য দিয়েছে বিএনপি। গণতন্ত্রের পথে বারবার রক্তাক্ত হয়েছে এই দল। এখন কেউ যদি কাল্পনিক দাবিদাওয়া তুলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে তাদের সেই সুযোগ দেওয়ার অবকাশ নেই।’
তিনি আরও বলেন, ‘যারা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন, তারা যেন এইসব উদ্ভট ও ভিত্তিহীন চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে দেশের মানুষের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হন। দেশের মানুষ যে নির্বাচন পদ্ধতি মেনে চলছে, তার মাধ্যমেই একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যেই আমরা নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাচ্ছি।’
বার্তা সম্পাদক