জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার গণভোটের পরিবর্তে জনতার সামনে গণবিতর্ক আয়োজন করার প্রস্তাব দিয়েছেন। আজ শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব দেন।
পোস্টে আব্দুন নূর তুষার বলেন, ‘গণভোট নয়, জনতার সামনে গণবিতর্ক আয়োজন করেন। সেই বিতর্ক দেখে জনতা ভোট দিক।
এসময় তিনি বলেন, ‘রাষ্ট্রগুলো রেসের ঘোড়ার মতো। একে অন্যের সঙ্গে দৌড়ে আছে। ঘোড়ার জকি হলো নির্বাচিত সরকার। দৌড়ে এগিয়ে না থাকলে জকি বদল হবে ভোটে। ঘোড়ার মালিক জনগণ। তারা নতুন জকি দেবে।’
তিনি আরও বলেন, ‘ঘোড়া চালানো মানে ঘোড়ার যত্ন, রক্ষা, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা—সব। বিতর্ক থেকে আমরা বুঝব কার শিক্ষা, যুক্তি, পরিকল্পনা কতটুকু আধুনিক।
sorce: news24
Monir Zaman Reporter