বক্তারা বলেন, নগরীতে বর্তমানে মশা এতটাই বেড়েছে যে রাতে কিংবা দিনে কোথাও দাঁড়ানো বা বসার সুযোগ নেই। বাসাবাড়িতে সব সময় কয়েল জ্বালিয়ে রাখতে হয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটার পাশাপাশি বাড়ছে সবার স্বাস্থ্যঝুঁকি। কিন্তু সিটি করপোরেশন বরাবরের মতোই কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। নামমাত্র ধোঁয়া আর তেল ছিটানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
এ সময় বক্তারা আরও বলেন, পরিস্থিতি বর্তমানে এতটাই খারাপ যে নগরবাসীর জীবন একেবারে বিষিয়ে উঠেছে। সে কারণেই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আ ফ ম মহসীন। সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও নাগরিক নেতারা।
বার্তা সম্পাদক