ঢাকা | বঙ্গাব্দ

আজ ঢাকার যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2025 ইং
তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস ছবির ক্যাপশন: তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস
ad728
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে।

সেকারণেই বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না। গতকাল বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকার গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এসময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted