ঢাকা | বঙ্গাব্দ

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা ফখরুল আনোয়ার আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2025 ইং
সাবেক সংসদ সদস্য ছবির ক্যাপশন: সাবেক সংসদ সদস্য
ad728
চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। আটককৃত ফখরুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে ছিলেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিয়ের ওই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত থাকার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন খবর শুনে সেখানে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এরপর অনুষ্ঠান থেকে ফখরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন তারা। এরপর ভেতরে প্রবেশ করলে ফখরুলকে আটকের সময় অতিথিরা তাদের ওপর চড়াও হয়।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted